শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

জামালপুরে সন্ত্রাসী হামলায় বাংলানিউজের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাংবাদিক ইউনিয়ন।

শুক্রবার (১৬ জুন ২০২৩ইং ) সকাল ১০ টার দিকে বৈরি আবহাওয়ার মধ্যদিয়ে খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কৃর্তক আয়োজিত কর্মসূচিতে খাগড়াছড়ি প্রেসক্লাব, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এবং টিআইবি-সনাক সংহতি প্রকাশ করেন।পরে সাংবাদিকরা মৌন পদযাত্রার মাধ্যমে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি প্রেসক্লাব সামনে এসে কর্মসূচি শেষ হয়।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি প্রদীপ চৌধুরী’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাব’র সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি প্রেসক্লাব’র সহ-সভাপতি মো. জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সা. সম্পাদক সৈকত দেওয়ান, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশন’র সা. সম্পাদক এইচ. এম. প্রফুল্ল এবং টিআইবি-খাগড়াছড়ির ম্যানেজার মো. আব্দুর রহমান।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার বিচার অতি দ্রুত করতে হবে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া যায় না। সারাদেশে সাংবাদিকদের হত্যা, মামলা দিয়ে হয়রানি বন্ধে সরকার ও আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও জীবনের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের দাবি জানান। এবং সাংবাদিকরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ