বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫
spot_img

রাজধানীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উল্টো দিকের সড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল (৩০)। আহত তিনজন হলেন রাতুল (২৭), সাগর (২৮) ও বিপ্লব (৩০)।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, প্রাইভেট কারে করে মিরপুর ১০ নম্বর থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন পাঁচ ব্যক্তি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উল্টো দিকের সড়কে আসার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে পাঁচজনই গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তিনজন এখন সেখানে চিকিৎসা নিচ্ছেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ