ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রতিদিন ছয় ঘণ্টা চলাচল করবে। আগে যা ৪ ঘন্টা চলাচল করতো। নতুন সময় অনুযায়ী, আজ বুধবার সকাল আটটা থেকেই এই নিয়ম চালু হয়েছে যা প্রতি দুপুর ২টা পর্যন্ত চলবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত থাকা ৯টি ষ্টেশনের সব কটিই চালু হয়েছে। তাই আগামী জুলাই মাস থেকে মেট্রোরেল পুরোদমে চলাচল করবে এই ৯টি ষ্টেশনে। তখন প্রতিদিন ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে মেট্রোরেল চলবে।
এবছরের ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর চেষ্টা চলছে বলেও জানান এম এ এন সিদ্দিক।
তিনি বলেন, আগারগাঁও থেকে মতিঝিল অংশের প্রায় সব স্টেশনের কাজ শেষ। এখন প্রবেশ ও বের হওয়ার পথের নির্মাণকাজ চলছে।
গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পরদিন থেকেই যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়। এরপরে পর্যায়ক্রমে কয়েকটি স্টেশনে যাত্রী ওঠা-নামা চালু করা হয়েছে। মঙ্গলবার সাপ্তাহিক ছুটি হিসেবে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।