বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
spot_img

গরমে আপনার ফ্যান চলেনা, যাত্রীদের মুখোমুখি রেলমন্ত্রী

দেশব্যাপি রেলপথে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে বাড়ি ফেরার ঈদযাত্রা। প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ২৮ হাজারসহ ৩৫ হাজারের মতো যাত্রী রাজধানী ছাড়বেন। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আজ রবিবার কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বিভিন্ন অংশ পরিদর্শনের সময় রেলমন্ত্রী প্ল্যাটফর্মের প্রবেশমুখে যাত্রীদের মুখোমুখি হন। এ সময় উৎসাহ উদ্দীপনা নিয়ে মন্ত্রী যাত্রীদের কাছে জানতে চান, ‘সবকিছু ঠিক আছে তো?’ এ সময় যাত্রীদের কেউ ভালো, আবার কেউ মন্দ বলেছেন। তাদেরই একজন হাত নাড়াতে নাড়াতে মন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘এই গরমের মধ্যে আপনার ট্রেনের ফ্যান চলে না। আমাদের কষ্ট হয়।’ এ সময় মন্ত্রী বিব্রত হয়ে বলেন, ‘আমি বিষয়টি দেখব।’

পরিদর্শন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘টিকিটবিহীন তথাকথিত যাত্রীদের আর ট্রেন ভ্রমণের সুযোগ নেই। প্রতিটি যাত্রীকে টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশের অনুমতি নিতে হবে। টিকিটবিহীন যাত্রীর প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থাকবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘ঈদযাত্রা নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঈদে মানুষ যেন আনন্দে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পারেন, এ জন্য রেলওয়ে কর্মচারীদের ছুটি থাকবে না। আপনাদের ঈদযাত্রা আনন্দময় করতে রেলের কর্মচারীরা ঈদের ছুটি ভোগ করতে পারেন না।’

শতভাগ প্রস্তুতি সম্পন্ন জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘প্রথমবারের মতো শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছে। টিকিট প্রদর্শন করেই স্টেশনে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া যাত্রার দিনে স্ট্যান্ডবাই টিকিট দেওয়া হবে।’

ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল হতে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ