পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার উদ্যেগে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৭ জুন ২০২৩ইং ) সকালের দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো:জাকারিয়া,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাটিরাঙ্গা থানা সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আবু জাফর সালেহ থানা কম্পাউন্টে একটি ঔষুধি ও একটি ফলজ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
মাটিরাঙ্গা থানা কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে আমগাছ, জলপই, আমলকী, কৃষ্ণচূড়া গাছ, কদবেল গাছ, সোনালু নিমগাছ, বকুল গাছের চারা রোপণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা থানা সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেনের অতি প্রয়োজন, যা একমাত্র গাছ থেকেই আমরা তা পেয়ে থাকি। এছাড়াও গাছ বাতাসের অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড গ্রহণের মাধ্যমে পরিবেশকে নির্মল রাখে। সুতরাং সুস্থ্যভাবে বেঁচে থাকতে হলে বেশি করে গাছ লাগাতে হবে।
এসময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক এসআই সুমন নাথ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোং লিমিটেড এর ফিল্ড ম্যানেজার নওরোজ রেজা সহ পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।