রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
spot_img

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধব-১৭) খেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮জুন ২০২৩ইং)বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকার্প ফুটবল টুনার্মেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুনার্মেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম।

এসময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন নাথ, মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা,তাইন্দং ইউপি চেয়ারম্যান পেয়ার আহমেদ মজুমদার, আমতলী ইউপি চেয়ারম্যান আব্দুল গণি,সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউপি ও মাটিরাঙ্গা পৌরসভা সহ মোট আটটি দল অংশগ্রহন করেন দলগুলো মাটিরাঙ্গা সদর ইউপি, মাটিরাঙ্গা পৌরসভা, বেলছড়ি ইউপি,গোমতি ইউপি, আমতলী ইউপি, বড়নাল ইউপি,তবলছড়ি ইউপি,তাইন্দং ইউপি উদ্বোধনী খেলায় আমতলী ইউনিয়ন ফুটবল একাদশ ও গোমতি ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহন করে।

উদ্বোধনী খেলায় আমতলী ইউনিয়ন ১-০ গোলে গোমতি ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ন হয়। একই দিন দ্বিতীয় খেলায় তাইন্দং ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের খেলায় রেফারির দায়িত্বপালন করেন মাটিরাঙ্গা উপজেলা ত্রুীড়া সংস্থার যুগ্ন-সাধারন সম্পাদক জুয়েল চাকমা।

সভাপতি,র বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,খেলাধূলা মানুষের মনকে প্রফুল্ল রাখে,বর্তমান সরকার তৃনমূল থেকে খেলোয়াড় তুলে আনার জন্য বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করেছে। মাদক মুক্ত যুব সমাজ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) আয়োজন করেছে যা প্রশংসার দাবিদার।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ