মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪
spot_img

টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত

টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত

আমরা অনেকেই বিভিন্ন জেলা সম্পর্কে জানতে আগ্রহ দেখাই। এছাড়া অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত। তাই আপনি এই আর্টিকেলে জানতে পারবেন টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত ? 

 
টাঙ্গাইল জেলার নামকরণের ইতিহাস, টাঙ্গাইল জেলা কেন বিখ্যাত, টাঙ্গাইল জেলার বিখ্যাত ব্যক্তি, টাঙ্গাইল জেলার দর্শনীয় স্থান সমূহ নিয়ে তবে সঠিক জায়গায় এসেছেন। বাংলাদেশে সর্বমোট ৬৪টি জেলা রয়েছে তারই মধ্যে এক অন্যতম জেলা হলো টাঙ্গাইল জেলা।
 
টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত । Tangail kiser jonno bikkhato


ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হলো টাঙ্গাইল জেলা যা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত। এই জেলার পূর্বে রয়েছে ময়মনসিংহ ও গাজীপুর , পশ্চিমে সিরাজগঞ্জ , উত্তরে জামালপুর , দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ জেলা। এর আয়তন ৩৪১৪.৩৮ বর্গ কি.মি.। টাঙ্গাইল জেলা ঢাকা হতে প্রায় ৮৪ কি. মি. দূরে অবস্থিত। টাঙ্গাইল জেলায় মোট উপজেলার ১২ টি ও মোট ইউনিয়নের ১১৮ টি।

আজকের আর্টিক্যালে আপনারা জানতে পারবেন টাঙ্গাইল জেলা সম্পর্কে আর টাঙ্গাইল জেলার বিখ্যাত কি কি রয়েছে সেগুলো জানতে পারবেন । আর দেরি কেন? চলুন জেনে নেয়া যাক :

টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত

টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত

 

টাঙ্গাইলের বিখ্যাত চমচমের নাম শুনলে কার না জিভে জল আসে! আর টাঙ্গাইলের শাড়ি বল্লেই বলতে হবে নারী । আর শুধুই কি চমচম আর শাড়িই,আরো আছে বাংলা কাব্য সাহিত্য শিক্ষা সংস্কৃতি ও রাজনীতির অঙ্গনে টাঙ্গাইলের গর্ব করার মতো অনেক অসংখ্য প্রতিভাবান ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। এছাড়াও কয়েকটি মুসলিম ঐতিহ্য তার মধ্যে আটিয়ার মসজিদ, ধনবাড়ির মসজিদ ও মাজার, কদিম হামজানির মসজিদ, খামার পাড়ার মসজিদ ও মাজার প্রভৃতি। উপজাতির ঐতিহ্যও রয়েছে গারোদের ওয়ানগালার যা বেশ পরিচিত।

টাঙ্গাইল জেলার নামকরণের ইতিহাস

টাঙ্গাইলের নামকরণ বিষয়ে বহুজনশ্রুতি ও নানা ধরনের মতামত রয়েছে। রেনেল তার মানচিত্রে ১৭৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় থেকে টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে ১৫ নভেম্বর ১৮৭০ খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তরে। এখানে আরো জানাযায় টং ফরাসী শব্দ, অর্থ হলো উঁচু আর স্থানীয় অনার্য বাসিন্দারা বাসস্থানকে ‘ইল’বলতো। টং ও জমির ‘আইল’এই দুইয়ের সমন্বয়ের বিভিন্ন ঘটনা প্রবাহের এলাকার নাম হয়েছে টাঙ্গাইল।

টাঙ্গাইল জেলার দর্শনীয় স্থান সমূহ

টাঙ্গাইল জেলার দর্শনীয় স্থান সমূহ

 

ফালুচাঁদ চীশতি-র মাজার 

টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায় ফালুচাঁদ চীশতি-র মাজার।

আতিয়া মসজিদ 

আতিয়া মসজিদ টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি প্রাচীনতম ঐতিহাসিক মসজিদ।

২০১ গম্বুজ মসজিদ

এটি একটি ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই ২০১ গম্বুজ মসজিদটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় মধ্যে অবস্থিত, যা এই টাঙ্গাইল জেলাকে আরো সমৃদ্ধ করেছে। 

হামিদপুর পলাশতলীর ব্রিজ 

হামিদপুর পলাশতলীর ব্রিজ ও বর্ষাকালিন বিল টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায় অবস্থিত।

মধুপুর জাতীয় উদ্যান

মধুপুর জাতীয় উদ্যান টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় অবস্থিত। বাংলাদেশের অন্যতম একটি জীববৈচিত্র্যপূর্ণ উন্মুক্ত উদ্যান।

যমুনা বহুমুখী সেতু

যমুনা বহুমুখী সেতু অথবা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু।যার দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।

আদম কাশ্মিরী-এর মাজার

আলী শাহান শাহ্‌ বাবা আদম কাশ্মিরী বাংলাদেশে আগত একজন সুফি সাধক ও ইসলাম ধর্মের প্রচারক ছিলেন।

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার

মাওলানা আবদুল হামিদ খান ভাসানী যিনি মাওলানা ভাসানী নামেই সমধিক পরিচিত ১২ ডিসেম্বর ১৮৮০ – ১৭ নভেম্বর ১৯৭৬ পর্যন্ত। ১৯৭৬ খ্রিষ্টাব্দের ১৭ই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দেশ বরেণ্য নেতা মৃত্যুবরণ করেন। টাঙ্গাইল জেলার সদর উপজেলার উত্তর-পশ্চিমে সন্তোষ নামক স্থানে পীর শাহজামান দীঘির পাশে সমাধিস্থ করা হয়।

পরীর দালান/হেমনগর জমিদার বাড়ি 

এই দর্শনীয় স্থানটি টাঙ্গাইল জেলার গোপালপুরের শিমলাপাড়া মৌজায় পরীর দালান (বর্তমানে হেমনগর) অবস্থিত।

খামারপাড়া মসজিদ ও মাজার 

টাঙ্গাইল জেলায় খামারপাড়া মসজিদ ও মাজার রয়েছে।

ঝড়কা 

ঝড়কা বাজার, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় রয়েছে।

গুপ্ত বৃন্দাবন

গুপ্তবৃন্দাবন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় অবস্থিত।

নাগরপুর চৌধুরীবাড়ী

নাগরপুর চৌধুরীবাড়ী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ী।

উপেন্দ্র সরোবর

উপেন্দ্র সরোবর টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত। একটি পর্যটন এলাকা যা ১২ ঘাটলা দীঘি নামেও পরিচিত।

তেবাড়িয়া জামে মসজিদ

তেবাড়িয়া জামে মসজিদ টাঙ্গাইল জেলার সলিমাবাদের তেবাড়িয়া গ্রামে অবস্থিত ।

কাদিম হামজানি মসজিদ

কাদিম হামজানি মসজিদ টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় কদিম হামজানি নামক গ্রামে অবস্থিত।

ঐতিহ্যবাহী পোড়াবাড়ি

ঐতিহ্যবাহী পোড়াবাড়িটি টাঙ্গাইল জেলাতে অবস্থিত।

করটিয়া সা’দত কলেজ

বাংলাদেশের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় অবস্থিত এই সরকারি সা’দত কলেজ ।এছাড়াও সরকারি সা’দত কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ বাংলাদেশের মধ্যে।

করটিয়া জমিদার বাড়ি

করটিয়া জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার অন্তর্ভুক্ত করটিয়া ইউনিয়নে অবস্থিত।

  • ধনবাড়ি নবাব বাড়ি
  • ধনবাড়ী মসজিদ
  • নথখোলা স্মৃতিসৌধ
  • বাসুলিয়া
  • রায়বাড়ী
  • কোকিলা পাবর স্মৃতিসৌধ
  • মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ
  • ধলাপাড়া চৌধুরীবাড়ী
  • মহেরা জমিদার বাড়ি
  • রাধা কালাচাঁদ মন্দির
  • পাকুটিয়া জমিদার বাড়ী
  • বনগ্রাম গনকবর
  • স্বপ্ন বিলাস (চিড়িয়াখানা)
  • মোকনা জমিদার বাড়ী
  • তিনশত বিঘা চর
  • ভারতেশ্বরী হোমস
  • বায়তুল নূর জামে মসজিদ
  • দেলদুয়ার জমিদার বাড়ি
  • নাগরপুর জমিদার বাড়ি
  • এলাসিন ব্রিজ
  • ডিসি লেক
  • সন্তোষ জমিদার বাড়ি
  • অলোয়া জমিদার বাড়ি
  • ছয়আনী শিব মন্দির
  • ধলাপাড়া চৌধুরী বাড়ি
  • ধলাপাড়া মসজিদ।

এছাড়াও আরো উল্লেখযোগ্য টাঙ্গাইলের দর্শনীয় স্থান রয়েছে।

টাঙ্গাইলের বিখ্যাত ব্যক্তিত্ব সমূহ

  • আবদুল হামিদ খান ভাসানী
  • প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ
  • বিচারপতি আবু সাঈদ চৌধুরী
  • আবদুল লতিফ সিদ্দিকী
  • শাজাহান সিরাজ
  • শামসুল হক(আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক)
  • বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী(বীর উত্তম)
  • প্রতুল চন্দ্র সরকার (বিখ্যাত জাদুকর- পি.সি. সরকার)
  • জমিদার ওয়াজেদ আলী খান পন্নী (K.K.Panni)
  • ড.আলীম-আল-রাজী
  • মো.আফাজ উদ্দীন ফকির
  • জননেতা আবদুল মান্নান
  • কবি আল মুজাহিদী
  • কবি বুলবুল খান মাহবুব
  • জমিদার মৌলভী ওয়াজেদ আলী খান পন্নী
  • জমিদার নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী
  • দানবীর রণদা প্রসাদ সাহা
  • খন্দকার আসাদুজ্জামান খান
  • আব্দুস সালাম পিন্টু
  • মামুনুর রশিদ, নাট্য ব্যক্তিত্ব
  • নায়ক মান্না
  • বেগম ফজিলাতুন নেসা জোহা
  • আফরান নিশো অভিনেতা
  • সুমন রেজা জাতীয় দলের ফুটবলার
  • বেলাল খান গায়ক্।

আমাদের আজকের আর্টিকেলের মূল বিষয় ছিল টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত ?


আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। আমাদের সাথে থাকুন আর 
চোখ রাখুন নিউসিজন২৪.কম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ