মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img

ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড: ‘পুড়ছে’ দিল্লি

ডেস্ক রিপোর্ট

একদিনের ব্যবধানে ভারতের রাজধানী দিল্লিতে তাপমাত্রা ৩ ডিগ্রি বেড়ে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলিয়াসে দাড়িয়েছে। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ডের চূড়ায় স্থান করে নিয়েছে।

বুধবার (২৯ মে) দেশটির গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দিল্লির মুঙ্গেশপুরের আবহাওয়া কেন্দ্র আজ দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ভারতের সবচেয়ে উষ্ণতম দিনের রেকর্ড করেছে।

এদিকে বিদ্যুত বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এমন তাপপ্রবাহের মধ্যে এখন পর্যন্ত ৮ হাজার ৩০২ মেগাওয়াট উচ্চ বিদ্যুতের চাহিদা দেখা দিয়েছে। এর কারণ হচ্ছে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে অধিক সংখ্যক বাসিন্দা শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা চালু করেছে।

এছাড়াও মরুভূমি রাজ্য হিসেবে পরিচিত রাজস্থানের ফলোদিতে ৫১ ডিগ্রি সেলসিয়াস ও ৫০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে। হরিয়ানা রাজ্যের সিরসা এলাকায় তাপমাত্রার পারদ উঠেছে ৫০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

তবে আরব সাগর থেকে আর্দ্র বাতাসের প্রবেশের কারণে দক্ষিণ রাজস্থানের জেলা- বারমের, যোধপুর, উদয়পুর, সিরোহি এবং জালোরে ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন (NWP) বলছে, আগামীকাল বৃহস্পতিবার (৩০ মে) থেকে তাপমাত্রার পারদ কমতে শুরু করবে।

এছাড়াও, বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগরের আর্দ্র বাতাসের প্রবেশের ফলে উত্তরপ্রদেশের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ