বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img

কুয়েতে অবৈধ অভিবাসীদের আশ্রয় দিলে জেল-জরিমানার বিধান

ডেস্ক রিপোর্ট

কুয়েতে অবৈধ অভিবাসীদের আশ্রয় দিলে ৬ মাসের জেল ও ৬০০ দিনার জরিমানার ঘোষণা দিয়েছে সেদেশের সরকার। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে এ তথ্য।

এতে আরও বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের গ্রেফতারের জন্য চিরুনি অভিযান চালাবে সরকার।

যেসব অবৈধ অভিবাসী এখনও তাদের বৈধ করেনি বা নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ত্যাগ করেনি তাদের ধরতে চালানো হবে এই অভিযান।

আইনের ধারা অনুযায়ী যদি কেউ অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয় তাদের ৬ মাসের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৬০০ দিনার জরিমানা করার বিধান রয়েছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

শুধু তাই নয়, যে সব ভুয়া কোম্পানি তাদের কাছে থাকা শ্রমিকদের কাজ না দিয়ে অন্য দেশ থেকে কর্মী নিয়োগ করবে তাদের বিরুদ্ধেও কঠিন পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ