মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img

মধ্য গাজায় অভিযান শেষ : ইসরাইল

ডেস্ক রিপোর্ট

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলে অভিযান শুরুর ছয় দিন পর মঙ্গলবার এর সমাপ্তি ঘোষণা করেছে ইসরাইলি বাহিনী।

গত ৫ জুন ইসরাইলি বাহিনী ঘোষণা করেছিল যে তাদের ৯৮তম ডিভিশন গাজার কেন্দ্রীয় শাসনাধীন বুরেইজ শরণার্থী ক্যাম্পের পূর্বাংশে এবং দেইর আল-বালাহর পূর্বাংশে অভিযান শুরু করেছে।

এ অভিযানের সময় ইসরাইলি বাহিনী গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসের হাতে বন্দী তাদের চার নাগরিককে উদ্ধার করার কথা জানিয়েছে। শনিবার নুসেইরাত শরণার্থী ক্যাম্প থেকে তাদের উদ্ধার করা হয়।

এ অভিযানে ইসরাইলি বাহিনী হত্যা করেছে ২৭০ জন ফিলিস্তিনিকে এবং আহত হয়েছে আরো ৭০০ জন।

এদিকে, হামাস জানিয়েছে, এ অভিযানে আরো তিনজন ইসরাইলি বন্দী নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরাইলের অব্যাহত হামলায় অন্তত ৩৭ হাজার ১৬৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮৪ হাজার ৮৩২ জন।

গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৪০ জন ফিলিস্তিনি আর এ সময়ে আহত হয়েছে আরো ১২০ জন।

সূত্র : আলজাজিরা

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ