বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

শ্রীমঙ্গলে ক্যান্সার, থ্যালাসেমিয়ায় আক্রান্তদেরকে ৪ লাখ টাকার চেক বিতরন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, জন্মগত হৃদরোগ, প্যারালাইজড ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৮ রোগীকে ৫০ হাজার টাকা করে ৪ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে।

আজ বুধবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ৮ রোগীর মাঝে এসব আর্থিক অনুদানের চেক বিতরন করেন।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান হাজি লিটন আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলার ক্যান্সার আক্রান্ত ৫, কিডনি রোগে আক্রান্ত ১, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১ ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১ জনসহ মোট ৮ জনকে ৫০ হাজার টাকা করে ৪ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ