শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত ১৮ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৮ বাংলাদেশি নিহতের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৬ বাংলাদেশি আছে বলেও জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এসব তথ্য জানান।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল আসির প্রদেশের আভা জেলায় ওই দুর্ঘটনা ঘটে। বাসে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে বাংলাদেশি যাত্রী ছিলেন ৩৫ জন।

বাস যাত্রীদের মাঝে নিহত ১৮ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে মন্ত্রণালয়। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবার কালা মিয়ার ছেলে রুকু মিয়া, গাজীপুর টঙ্গীর আব্দুল লতিফের ছেলে ইমাম হোসাইন রনি, যশোরের কাউসারের ছেলে নজরুল ইসলাম, মহেশখালীর মোহাম্মদ আসিফ, শাফাতুল ইসলাম, রামুর কাদের হোসাইনের পুত্র মো. হোসাইন, নোয়াখালীর সেনবাগের শরিয়ত উল্লাহর ছেলে শাহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আউয়ালের ছেলে মামুন মিয়া ও দেবিদ্বারের হামিদ মিয়ার ছেলে গিয়াস ও লক্ষীপুরের সবুজ হোসাইন, নোয়াখালীর হেলাল উদ্দিন দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এদিকে নিহত ৭ জনের নাম পাওয়া গেলেও তাদের অন্য কোন পরিচয় মেলেনি বলে জানিয়েছে মন্ত্রণালয়। তারা হলেন- খাইরুল ইসলাম, রাসেল মোল্লা, রুহুল আমিন, তুষার মজুমদার, মিরাজ হোসাইন, সাকিব ও রানা মিয়া।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আল আখবারিয়া জানায়, ওমরাহযাত্রীদের বাসটি খামিস মুশাইত শহর থেকে রওনা হয়ে মক্কায় যাচ্ছিল। স্থানীয় সময় সোমবার বিকাল ৪টার দিকে আসির প্রদেশের আকাবা শার সড়কে সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

একটি সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ি দেয়ালে ধাক্কা খেলে আগুন ধরে যায়। বাসটির ব্রেকে সমস্যা হয়েছিল বলে জানানো হয়েছে সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। দুর্ঘটনায় বাংলাদেশিসহ ২৪ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ