শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪
spot_img

ঈদুল ফিতরকে ঘিরে ফেরিতে ট্রাক পারাপার বন্ধ

আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে ছয় দিন ফেরি দিয়ে পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কভার্ডভ্যান পারাপার বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, বরাবরের মতো এবারো ঈদের যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিয়ে আমরা বৈঠক করেছি। ঈদের সম্ভাব্য তিন দিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরি দিয়ে সাধারণ ট্রাক ও কভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে।

ঈদের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল হলে আমরা ১৭ এপ্রিল থেকে ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন ফেরিতে পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরি দিয়ে সাধারণ ট্রাক ও কভার্ডভ্যান চলাচল বন্ধ রাখব।

সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ঈদের সময়ে লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। লঞ্চের ভাড়া নির্ধারণ করা আছে। ঈদের সময় লঞ্চে সেই নির্ধারিত ভাড়াই নেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে যেহেতু কোনো মোটরসাইকেল চলবে না, সে কারণে আমরা শিমুলিয়ায় বিকল্প ব্যবস্থা করা যায় কিনা দেখছি। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি মোটরবাইক পারাপারের ব্যবস্থা নেবে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ