বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img

মাটিরাঙ্গাতে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫শ, প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার (২ ত্রপ্রিল ২০২৩ইং)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর অফিসের সামনে উপজেলার ১৫শ,প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনার বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:আমির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম।

বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

স্বাগত বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপজেলা কৃষি অফিসার মো:মোস্তাফিজুর রহমান বলেন, আউশের আবাদে ভরপুর হোক এ অঞ্চল। এটা সরকারেরএকটি প্রচেষ্টা যা কৃষিকে আরো বেগবান করবে।

এসময় মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা জ্যােতি কিশোর বড়ুয়া, উপ-সকারি কর্মকর্তা মো:জয়নাল আবেদীন, উপ-সকারি কর্মকর্তা নূর মোহাম্মদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:আমজাদ হোসেন, মো:অলী উল্ল্যাসহ উপকারভোগী অনেক কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে সুবিধাভোগি প্রত্যেক কৃষককে আউশ প্রণোদনার ৫কেজি ধান বীজ, ১০কেজি ডিএপি সার,১০কেজি এমওপি সার বিনা মূল্যে বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলার ১৫শ, প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ