আজ রবিবার (২ এপ্রিল) মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে ও মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় বার্ষিক অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাইন্ ড্রিল শেডে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার পক্ষে বার্ষিক অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া ২০২৩ এর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক নিয়াজ আহমেদ।
অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ধরনের মহড়া আমাদের পুলিশের অগ্নি নির্বাপণের দক্ষতা বৃদ্ধি ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সহায়ক হবে। দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় পুলিশকেই সবার আগে এগিয়ে যেতে হয়। তাই প্রত্যেক পুলিশ সদস্যেরই অগ্নি নির্বাপণ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
এই অগ্নি নির্বাপণ মহড়ায় মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রায় ২০০ জন সদস্য অংশগ্রহণ করেন।