বঙ্গবাজারের আগুন আমাদের নিয়ন্ত্রনে আসলেও তা শতভাগ নিয়ন্ত্রনে আনতে আরও এক ঘন্টা সময় লাগতে পারে। উৎসুক জনতার চাপ (ভিড়), পানির স্বল্পতা মূলত এই দুই কারণেই আমাদের যেটুকু সময় লেগেছে।
ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর আলোচিত বঙ্গবাজারে লাগা আগুনের ঘটনার ৭ ঘন্টা পরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন প্রেস বিফ্রিংয়ে জানালেন, দুপুর ১২টা ৩৬ মিনিটে বঙ্গবাজারের আগুন আমাদের নিয়ন্ত্রনে আসলেও তা শতভাগ নিয়ন্ত্রনে আনতে আরও এক ঘন্টা সময় লাগতে পারে।
এর আগে, আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (এফএসসিডি), ভলেন্টিয়ার, র্যাব, স্চ্ছোসেবক, দোকান মালিক-কর্মচারী ও স্থানীয়রা।