শ্রীমঙ্গল শহরের নতুন বাজার কলার আড়ৎ থেকে একটি ‘রেড আই ক্যাট স্নেক’ সাপ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩ টার দিকে এটিকে উদ্ধার করা হয়। অপরদিকে গতকাল কলা বাজার থেকে আরেকটি ধুসর ফণিমনসা উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বাগান থেকে গাড়িতে করে কলার ছড়ি আনার সময় ছড়িতে করে সাপ দু’টি চলে আসে। পরে কলার ছড়িতে সাপটি দেখে আড়ৎ থেকে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে ফোন দিলে পরিচালক সজল দেব ঘটনাস্হল থেকে গতকাল ও আজ সাপ দু’টি উদ্ধার করে নিয়ে আসেন।
পরে সাপ দু’টিকে আজ বিকেল ৪ টার দিকে শ্রীমঙ্গলে অবস্হিত বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, সাপ দু’টিকে আজ বিকেল ৫ টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।