শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪
spot_img

খাগড়াছড়ির পাঁচ উপজেলায় ইউপিডিএফ এর সড়ক অবরোধ

পাহাড়ে শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়ির পাঁচ উপজেলায় সড়ক অবরোধ চলছে। তেমন কোন অপ্রিতিকর ঘটনা না ঘটলেও সড়ক যোগাযোগ বন্ধ থাকায় জনজীবন প্রায় স্থবির।

বুধবার (৫ এপ্রিল ২০২৩ইং) ভোর থেকে অবরোধ শুরু হলেও কোথাও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি । নিরাপত্তায় বিভিন্ন সড়কে আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে।

এদিকে অবরোধের ফলে পৌর শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ আছে। এছাড়া জেলার আভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ আছে। তবে খাগড়াছড়ি পৌর শহর ও বিভিন্ন উপজেলায় অটোরিকশা এবং মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো সকাল সাড়ে ৭টার দিকে পুলিশি পাহারায় খাগড়াছড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া বলেন, যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। অবরোধকে কেন্দ্র করে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।পুলিশি পাহারায় যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ