বুধবার, অক্টোবর ৯, ২০২৪
spot_img

জিলাপিতে রঙ মেশানোর দায়ে শ্রীমঙ্গলে শাহ হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা

জিলাপিতে কাপড়ের রঙ মেশানোর দায়ে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে অবস্হিত শাহ হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে শাহ হোটেলকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন।

এ সময় উপস্হিত ছিলেন মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায় ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত: রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার দর স্থিতিশীল রাখাসহ ভেজাল খাদ্য বিক্রি বন্ধে নিয়মিত বাজার মনিটরিং করছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ