মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪
spot_img

নীলফামারী জেলা কিসের জন্য বিখ্যাত

নীলফামারী জেলা কিসের জন্য বিখ্যাত

আমাদের অনেকের মনে কিছু প্রশ্ন জাগতে পারে নীলফামারী কিসের জন্য বিখ্যাত? আমরা জানি বাংলাদেশ এখন পর্যন্ত ৬৪টি জেলায় রয়েছে। যার মধ্যে নীলফামারী জেলা এক অন্যতম জেলা। নীলফামারী জেলাটি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। নীলফামারী জেলার আয়তন: ১৫৮০.৮৫ বর্গ কি.মি। নীলফামারী জেলা বাংলাদেশের রংপুর বিভাগের অবস্থিত। এই জেলায় মোট ৪টি পৌরসভা ও ৬টি উপজেলা রয়েছে। তাছাড়া নীলফামারী জেলায় ৬০টি ইউনিয়ন পরিষদ আছে। এছাড়া নীলফামারির জেলার প্রধান নদীর ৩টি।

 

নীলফামারী জেলা কিসের জন্য বিখ্যাত

 

কি কি আছে এই নীলফামারী জেলায়। নীলফামারী সন্দেশ এর জন্য বিখ্যাত। নীলফামারী জেলার ডোমারের সন্দেশ নামে এক সন্দেশ পাওয়া যায়। এই ডোমারের সন্দেশের জন্য নীলফামারী জেলা বিখ্যাত । এ সন্দেশ দুধের ছানা, চিনি আর খেজুর গুড়ের মিশ্রণে বিশেষভাবে তৈরি হয় । নীলফামারী জেলার ডোমারের সন্দেশ এর খ্যাতি এখন সারাদেশে । আমেরিকা, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশে ডোমারের সন্দেশ রপ্তানী করা হয়।

পৌরসভা- ১. নীলফামারী পৌরসভা ২. সৈয়দপুর পৌরসভা

৩. ডোমার পৌরসভা  ৪. জলঢাকা পৌরসভা

উপজেলা- ১. নীলফামারী সদর উপজেলা  ২. ডোমার উপজেলা ৩. ডিমলা উপজেলা 

৪. জলঢাকা উপজেলা  ৫. কিশোরগঞ্জ উপজেলা  ৬. সৈয়দপুর উপজেলা

নীলফামারির জেলার প্রধান নদীর গুলোর নাম হলো- 

১.তিস্তা  ২. বুড়ি তিস্তা   ৩. যমুনেশ্বরী নদী।

 

এছাড়া নীলফামারী জেলা কিছু বিখ্যাত স্থান সমূহ বা কিছু দর্শনীয় স্থান রয়েছে। 

নীলফামারী জেলার দর্শনীয় স্থান

১.তিস্তা ব্যারেজ ২.চীনা মসজিদ ৩.নীলফামারী জাদুঘর ৪.ভীমের মায়ের চুলা ৫.হরিশচন্দ্র পাঠ ৬.স্মৃতি আম্লান ৭.নীলসাগর ৮.ধর্মপালের রাজবাড়ী ৯.ময়নামতি দুর্গ ১০.বাসার গেট

নীলফামারীর সংসদীয় স্থান

১. (ডোমার-ডিমলা) ২. (নীলফামারী সদর) ৩. (জলঢাকা-কিশোরগঞ্জ) ৪. (সৈয়দপুর-কিশোরগঞ্জ)

নীলফামারী শিক্ষাপ্রতিষ্ঠান

নীলফামারী সরকারি কলেজ (১৯৫৮)

নীলফামারী সরকারি মহিলা কলেজ (১৯৭২)

ডোমার সরকারি কলেজ (১৯৬৯)

চিলাহাটি সরকারি কলেজ

সৈয়দপুর কলেজ (১৯৫৩) 

সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় (১৯৬৪)

জীবন জীবিকা নীলফামারীর অবস্থান

নীলফামারী জেলার মানুষের আয়ের উৎস্য হলো কৃষি। এই জেলা কৃষি নির্ভরশীল অর্থকারী ফসল হলো ভুট্রা ও মরিচ।  নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তানদীর অববাহিকায় জন্য ভুট্রাচাষ খুবই ভালো হয় আর ডোমরে মরিচের চাষ হয়। এছাড়াও ধান, আলু, পাট সরিষা ইত্যাদি প্রচুর পরিমানে উপাদন হয় এই নীলফামারী জেলায়

নীলফামারী জেলা পত্র-পত্রিকার

দৈনিক  নীলফামারী বার্তা, দৈনিক নীলকথা, দৈনিক চেতনা, দৈনিক মুক্তভাষা, দৈনিক জলকথা।

সাপ্তাহিক পত্রিকা– সাপ্তহিক নীলসাগর, সাপ্তাহিক আলাপন, সাপ্তাহিক নীল সমাচার, সাপ্তাহিক জন সমস্যা ইত্যাদি।

নদী বিধৌত আমাদের এই দেশের প্রকৃতি তার নিজের ইচ্ছায় নিজেকে রুপান্তরিত করেছে সবুজ শ্যমলীমায়। ভরপুর করেছে কৃষি ও অন্যান্য জীবিকার উপকরণে। সেই দৃষ্টিকোণ থেকে যদি প্রশ্ন আসে “কিসের জন্য বিখ্যাত নীলফামারী” তাহলে অনায়াসেই উত্তর চলে আসবে আসা করি।

বন্ধুরা আসা করি আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনাদের উপকৃত হয়েছে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ