শুটিংয়ের সময় পাঁজরের ব্যথায় কাবু অমিতাভ এখনও পুরোপুরি সুস্থ্য নন। ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিংয়ে পাঁজরের কার্টিলেজ ভেঙে যায় অভিনেতার। পুরোপুরি সুস্থ না হল্রেও এরই মাঝেই কাজে ফেরার খবর দিলেন অভিনেতা।
নিজের ব্লগে তিনি জানিয়েছেন, শুটিং-এ ফিরেছেন তিনি। তবে সিনেমার নয়, বিজ্ঞাপনের শুটিং করেছেন অভিনেতা। লিখেছেন, ‘কাজে ফিরলাম, একটু খোঁড়াচ্ছি, হাতে স্লিং ঝুলছে। তবে এগিয়ে যাচ্ছি।’
বিজ্ঞাপনের শুটিং করলেও এখনই সিনেমার শুটিং-এ ফিরতে পারবেন না অমিতাভ বচ্চন। অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র ই-টাইমসকে জানিয়েছেন, ‘অমিতাভ বচ্চন শিগগির সিনেমার শুটিং-এ ফিরতে চান। কিন্তু তিনি খুব ধীর গতিতে সুস্থ হচ্ছেন। অভিনেতার বয়সের কথা ভেবে কোনো ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা।’
প্রভাস ও দীপিকার পাড়ুকোন অভিনীত ছবি ‘প্রোজেক্ট কে’। ছবির বিশেষ একটি চরিত্রে আছেন অমিতাভ বচ্চনও। এই ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে অমিতাভের। গত ৬ই মার্চ এই দুর্ঘটনা ঘটে।