বিরোধী দলের ঘাঁটি হিসেবে পরিচিত এক শহরে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। এ হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর জানা গছে। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর-আলজাজিরা
মঙ্গলবার (১১ এপ্রিল) অভ্যুত্থানবিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত দেশটির মধ্যাঞ্চলে একটি শহরে এ হামলা চালায় জান্তা বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সাগাইং নামক স্থানে হামলার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আল-জাজিরা। সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে একজন উদ্ধারকারীর বরাতে আল জাজিরা জানায়, সকাল সাতটা ৩৫ মিনিটে জেট বিমান থেকে এই হামলা চালানো হয়। এ সময় একাধিক এমআই-৩৫ হেলিকপ্টার জেট বিমানের সঙ্গে ছিল।
আল জাজিরা জানায়, মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে সাগাইং এলাকায় প্রশাসনিক অফিসের উদ্বোধনের জন্য জড়ো হওয়া এলাকাবাসীর উপর এ বিমান হামলার ঘটনা ঘটে। এ হামলায় বেসামরিক নাগরিক সহ কমপক্ষে ৪০ জন মারা গেছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক শাসকদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।