শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪
spot_img

মাটিরাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় ঔষধ জব্দ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ সহ মোঃ আব্দুল হান্নান(৫২) নামের একজনকে মাহিন্দ্রা গাড়ী সহ আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১৪ এপ্রিল) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুন পাড়া থেকে মাহিন্দ্রা গাড়ী চালক মোঃ আব্দুল হান্নানকে অবৈধ ঔষধ সহ আটক করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াসু হতে মাহিন্দ্র যোগে ভারতী অবৈধ ঔষধ খাগড়াছড়ি যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনী ও মাটিরাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রাহফিন আহমদ এর নেতৃত্বে নতুন পাড়া এলাকাতে চেক পোস্ট বসিয়ে ভারতীয় অবৈধ যৌন উত্তেজক দুই লাখ ৬৪০ পিস ভারতীয় ওষুধ জব্দ করে। এসময় পরিবহন কাজে নিয়োজিত মো. আব্দুল হান্নানকে আটক করা হয়।

আটককৃত মোঃ আব্দুল হান্নান (৫২) মাটিরাঙ্গা পৌর সভার ২নং ওয়ার্ড ১০ নং ইসলাম পুর আব্দুল গফফার,এর ছেলে।পেশায় মাহেন্দ্র গাড়ি চালক।

১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় ওষুধ আমদানি রোধে সেনাবাহিনী কাজ করছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাকারিয়া বলেন, মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ