বুধবার, নভেম্বর ২০, ২০২৪
spot_img

খাগড়াছড়িতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মে ২০২৩ইং ) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো:সহিদুজ্জামান।

এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম,খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জনসাধারণের সচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের ভূমিকার মাধ্যমে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যার যেখানে পতিত জমি আছে, সেটা চাষের আওতায় এনে উৎপাদন বাড়াতে হবে। সবাইকে ধুমপান ও তামাক নেয়া থেকে দূরে থাকতে হবে। বাংলাদেশে ধূমপান ও তামাক সেবনের কারণে বছরে প্রায় ১২ লাখ মানুষ ৮টি প্রাণঘাতী অসংক্রামক রোগে আক্রান্ত হয়। এরমধ্যে প্রায় ৩ লাখ ৮২ হাজার মানুষ অকালে পঙ্গুত্বের শিকার হয়। পৃথিবীতে প্রতিবছর তামাকের কারণে প্রায় ৭০ লাখ মানুষ অকালে মারা যায়। এরমধ্যে পরোক্ষ ধূমপানের শিকার হয়ে বছরে প্রায় ৯ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ