রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
spot_img

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের শ্রীমঙ্গল থানা পরিদর্শন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোঃ আবুল ফজল মীর আজ শুক্রবার (০২ জুন) সকাল সাড়ে ১০ টায় শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেন।

সকালে যুগ্ম সচিব শ্রীমঙ্গল থানায় পৌঁছালে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী প্রমুখ।

এরপর যুগ্ম সচিবকে মৌলভীবাজার জেলা পুলিশের একটা চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

অভিবাদন গ্রহণ শেষে যুগ্ম সচিব থানা ভবন ঘুরে দেখেন। তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি থানার পরিদর্শন বইয়ে মন্তব্যসহ স্বাক্ষর করেন এবং থানার অফিসার-ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ