শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
spot_img

শ্রীমঙ্গলে ৪২ প্রকল্পে ১২ লাখ টাকার চেক বিতরন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক বরাদ্ধকৃত গ্রামীণ রক্ষনাবেক্ষন (টিআর) কর্মসূচীর আওতায় চলতি অর্থ বছরে শ্রীমঙ্গল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কমিটির অনুকুলে চেক বিতরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এই চেক বিতরন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আছাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, ভারপ্রাপ্ত সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক ( তদন্ত) আমিনুল ইসলাম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান জানান, শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ২৭ জন মহিলা সদস্যসহ ৪২ টি প্রকল্পে ১২ লক্ষাধিক টাকার চেক বিতরন করা হয়েছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ