মুখোমুখি Archives - NewSeason24 https://newseason24.com/archives/tag/মুখোমুখি Bangla Online News Portal Fri, 28 Apr 2023 15:21:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://newseason24.com/wp-content/uploads/2024/09/cropped-f-logo-32x32.png মুখোমুখি Archives - NewSeason24 https://newseason24.com/archives/tag/মুখোমুখি 32 32 বেলকুচিতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ https://newseason24.com/archives/721 https://newseason24.com/archives/721#respond Fri, 28 Apr 2023 15:21:58 +0000 https://newseason24.com/?p=721 সিরাজগঞ্জের বেলকুচিতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে একজন। শুক্রবার সন্ধ্যায় বেলকুচি-সায়দাবাদ আঞ্চলিক সড়কের সুর্বনসাড়া এলাকায় এই দুর্ঘনা ঘটে। এসময় স্থানীয়রা তাদোর উদ্বার করে বেলকুচি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনের মৃত ঘোষণা করে। নিহতরা হলেন, উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই কলিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে আল আমিন সরকার (২৩) […]

The post বেলকুচিতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ appeared first on NewSeason24.

]]>
সিরাজগঞ্জের বেলকুচিতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে একজন। শুক্রবার সন্ধ্যায় বেলকুচি-সায়দাবাদ আঞ্চলিক সড়কের সুর্বনসাড়া এলাকায় এই দুর্ঘনা ঘটে।

এসময় স্থানীয়রা তাদোর উদ্বার করে বেলকুচি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনের মৃত ঘোষণা করে।

নিহতরা হলেন, উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই কলিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে আল আমিন সরকার (২৩) ও সিরাজগঞ্জ সদর থানার সয়াধানগড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে ইউনুস আলী (৩৫)। আর আহত হন উপজেলার সগুনা গ্রামের মিলনের শিশু ছেলে মানিক (৩)।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, উপজেলার সুর্বনসাড়া এলাকায় তেল পাম্পের সামনে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীসহ তিনজন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত মানিকের অবস্থা অবনতি হলে তাকে এনায়েতপুর মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

The post বেলকুচিতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ appeared first on NewSeason24.

]]>
https://newseason24.com/archives/721/feed 0