‘ভিসা নীতি নিয়ে বিএনপি চাপে আছে’ : শিক্ষামন্ত্রী

শিক্ষা

ভিসা নীতি নিয়ে সরকার নয়; বরং বিএনপি চাপে আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক বিভাগীয় সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে ভোট গ্রহণ করতে চায়। তাই বর্তমান সরকার ভিসা নীতি নিয়ে কোনো চাপ অনুভব করছে না।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের শিক্ষাব্যবস্থা নিয়ে নানা অপপ্রচার হচ্ছে। কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা স্বাধীন দেশের জন্য কখনোই শুভকর নয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে দাতার দেশ হিসেবে গড়ে তুলতে চান। আমরা চাই না এক দিনে ৫০০ জায়গায় বোমা ফাটুক, আমরা চাই এক দিনে ৫০০টি মডেল মসজিদ উদ্বোধন হোক।’

মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *