চায়ের দেশ বলে খ্যাত শ্রীমঙ্গলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উচ্চ মুল্যের ফসল উৎপাদনে এক দিনের কৃষক প্রশিক্ষন অনু্ষ্ঠিত হয়েছে।
রবিবার শ্রীমঙ্গলের কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের এই প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মৌলভীবাজারের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর প্রমুখ।
প্রশিক্ষণ কেন্দ্রে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মা ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাসুকুর রহমান প্রমুখ।
দিনব্যাপি আয়োজিত কৃষকদের এই কৃষি প্রশিক্ষন কর্মশালায় উপজেলার মির্জাপুর ও ভূনবীর ইউনিয়নের ৩০ জন কৃষক অংশগ্রহন করেন।