মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img

বেলকুচিতে আ’লীগ নেতাকে হাতুরিপেটার অভিযোগ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচিতে আব্দুর রউফ (৩৮) নামের এক আওয়ামীলীগ নেতাকে হাতুরি টেটা করেছে দুর্বত্তরা।

মঙ্গলবার (১৩ জুন) সকালে সদর ইউনিয়নের রানীপুড়া বাজারে এ ঘটনা ঘটে। রউফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও রানীপুড়া গ্রামের মৃত রবি শেখের ছেলে।

সদর ইউনিয়ন আওয়ামীলীগের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের আরেক সহ-সভাপতি আব্দুল লতিফ জানান, মঙ্গলবার সকালে পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা হযরত আলীর ভাতিজা মনিরুল ইসলাম ও তার বাবা আব্দুল কুদ্দুস হাতুরি দিয়ে আওয়ামীলীগ নেতা আব্দুর রউফকে পিটিয়েছে। এসময় তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে তাকে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা রউফকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় বেলকুচি থানা পুলিশকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, মোবাইল ফোনে একজন বিষয়টি জানিয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ