শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img

ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস লাইনচ্যুত, সব ট্রেনে বিলম্ব

ডেস্ক রিপোর্ট

ঢাকাগামী তুরাগ এক্সপ্রেসের একটি বগি ধীরাশ্রম স্টেশনের আউটার সিগনালে লাইনচ্যুত হয় সকাল ৮ টায়। ঘটনার পরে প্রায় তিন ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ট্রেন।

আজ সকাল ৮টায় এ ঘটনা ঘটে এবং বেলা ১১টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী ট্রেন। বর্তমানে এক লাইন দিয়ে ট্রেন চলায় এই রুটে চলাচলকারী সব ট্রেন বিলম্বে চলছে।

টঙ্গী জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা বলেন, এই মাত্র উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গেল।

এক লাইনে ট্রেন চলায় টঙ্গী স্টেশনে অপেক্ষায় আছে জামালপুর এক্সপ্রেস। জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, উদ্ধার অভিযান শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ট্রেনের যাত্রী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে পৌঁছার পর ট্রেনের দ্বিতীয় বগিটি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-জয়দেবপুর রেলরুটের একটি লাইন বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী ট্রেন আসছে। এখন উদ্ধার অভিযান শুরু হবে।

এদিকে জয়দেবপুর- ঢাকা রেলরুটের ধীরাশ্রম ও টঙ্গী স্টেশনের মাঝে তুরাগ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর এই রুটে এক লাইনে চলছে ট্রেন। এতে এই রুটে চলাচলকারী সকল ট্রেন বিলম্বে চলছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ