শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img

মুসলিম সৈন্যদের সঙ্গে ইফতারে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

সৈন্যদের সাথে ইফতার করলেন জেলেনস্কি। মাহে রমজানে সমগ্র মুসলমানদের সন্মান জানাতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মুসলিম সৈন্যদের সাথে ইফতার করলেন। সিএনএন এর এক প্রতিবেদনে এমনটাই জনানো হয়েছে।

পেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সব জায়গায়, এমনকি যুদ্ধ পরিস্থিতিতেও রমজান মাসকে সম্মান জানানো হয়।

জেলেনস্কি ক্রিমিয়ায় মুসলমানদের প্রতি রাশিয়ার বৈরী আচরণের সমালোচনা করেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর প্রাক্কালে ক্রিমিয়ায় রাশিয়ার অবস্থানের বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েও কোন কিছুই অর্জন করতে পারেনি ইউক্রেন। ইউক্রেনের কাছ থেকে ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। ক্রিমিয়া উপকূলে কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর বহর রয়েছে। জেলেনস্কি ক্রিমিয়াকে মুক্ত করার জন্য বারবার প্রতিশ্রুতি দিয়ে আসলেও তা ব্যর্থ হচ্ছে। তিনি বলেছেন, ‘এটি ইউক্রেনীয় জনগণের অংশ।’

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘ক্রিমিয়ার মুক্তি শুধু ইউক্রেনের জন্য নয়, বরং সারাবিশ্বের জন্য এ মুক্তির কোনো বিকল্প নেই।’

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ