শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪
spot_img

মেট্রোরেল চলবে রোববার থেকে আগের নিয়মে

ডেস্ক রিপোর্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফ দাবিতে সরকার পতনের ২১ দিনের মাথায় আগামীকাল রোববার চালু হচ্ছে মেট্রোরেল। এক মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আগামীকাল রোববার মেট্রোরেল চালু হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।

আগের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ। তিনি জানান, আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল নিয়মিত চলাচল করবে।

এর আগে গত মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, মেট্রোরেলের কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চালু করার আশা ব্যক্ত করেছিল মেট্রোরেল কর্তৃপক্ষ।

তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। তিনি এ দুটি স্টেশনের কার্যক্রম দ্রুত চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল পাঁচটায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ