মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
spot_img

মৌলভীবাজারে ডিবির অভিযানে ১১৮ পিস ইয়াবাসহ আটক ২

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১১৮ পিস ইয়াবাসহ মোঃ অলি আহমদ(৩২) এবং রুমন মিয়া(২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মেসার্স সম্রাট এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন এন্ড কনভারশন সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে দুই যুবককে আটক করেন।

আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করলে অলি আহমদের পরনের কালো রঙের ট্রাউজারের ডান পকেট থেকে নীল রঙের জিপারযুক্ত পলিথিনের ভেতর থেকে ৯৫ পিস এবং রুমন মিয়ার দেহ তল্লাশী করে তার পরনের জিন্স প্যান্টের পকেট থেকে ২৩ পিসসহ মোট ১১৮ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ