শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img

মিয়ানমারের সাগাইংনে সেনাবাহিনীর হামলা, নিহত ৪০

বিরোধী দলের ঘাঁটি হিসেবে পরিচিত এক শহরে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। এ হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর জানা গছে। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর-আলজাজিরা

মঙ্গলবার (১১ এপ্রিল) অভ্যুত্থানবিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত দেশটির মধ্যাঞ্চলে একটি শহরে এ হামলা চালায় জান্তা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সাগাইং নামক স্থানে হামলার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আল-জাজিরা। সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে একজন উদ্ধারকারীর বরাতে আল জাজিরা জানায়, সকাল সাতটা ৩৫ মিনিটে জেট বিমান থেকে এই হামলা চালানো হয়। এ সময় একাধিক এমআই-৩৫ হেলিকপ্টার জেট বিমানের সঙ্গে ছিল।

আল জাজিরা জানায়, মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে সাগাইং এলাকায় প্রশাসনিক অফিসের উদ্বোধনের জন্য জড়ো হওয়া এলাকাবাসীর উপর এ বিমান হামলার ঘটনা ঘটে। এ হামলায় বেসামরিক নাগরিক সহ কমপক্ষে ৪০ জন মারা গেছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক শাসকদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ