বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img

মসজিদে গেলেই মিলছে কাপড় ও আতর

নামাজের জন্য মসজিদে গেলেই মুসল্লিদের স্বাগত জানানো হচ্ছে সুগন্ধী ও কাপড় দিয়ে। শুধু তাই নয়, পাখিপ্রেমীদের জন্য রয়েছে বিশাল ঘের, যেখানে বিপুলসংখ্যক পাখি রয়েছে।

মসজিদটির নাম আমর বিন আল-জামুহ। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের পুরোনো একটি পুরোনো মসজিদ এটি। খবর গালফ নিউজের

মসজিদটির তত্ত্বাবধায়ক ইব্রাহিম আল-হুকাইল বলেন, ‘প্রথম দেখায় মসজিদটিকে বেশ নতুন মনে হয়। কিন্তু এটি ৪০ বছরের পুরোনো এবং একাধিকবার এটি সংস্কারের মধ্য দিয়ে গেছে।’

এই মসজিদের বর্ধিত অংশে পাখিদের জন্য একটি ঘের রয়েছে উল্লেখ করে ইব্রাহিম আল-হুকাইল বলেন, ‘জায়গাটি অব্যবহৃত ছিল, পরে সেটি পাখিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়।’

এসময়ে তিনি বলেন, পরে মুসল্লিদের পাখি দেখার বিষয়টি নিশ্চিত করতে মসজিদের জানালা করা হয়। এর ফলে মসজিদের ভেতরে একটি দারুণ পরিস্থিতি তৈরি হয়েছে।

আল-হুকাইল বলেন, আমরা মুসল্লিদের কাপড়ও দিচ্ছি। কারণ অনেক সময় অনেক মুসল্লি ঘর্মাক্ত কলেবরে মসজিদে আসেন। তাদের যেন নামাজ পড়তে অস্বস্তি না হয়, তাই তাদের কাপড় দেওয়া হয় অস্থায়ী ভিত্তিতে। এছাড়া তাদেরকে সুগন্ধী আতরও দেওয়া হয়।

তিনি বলেন, এসব কাপড় সব সময়ই পরিষ্কার রাখা হয় এবং জীবাণুমুক্ত রাখা হয়। এটি মসজিদ পরিষ্কার রাখারও একটি উপায়।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ