শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪
spot_img

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পুরস্কার নিল ভিডিওচিত্র বিজয়ী শ্রীমঙ্গলের সিয়াম

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটব্যাপি ভিডিওচিত্র তৈরির প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জনকারী শ্রীমঙ্গলের আহমেদ রেজা সিয়াম মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননাপত্র ও পুরস্কার পেয়েছে।

রোববার (২ জুন) সকাল ১০টায় গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রতিযোগীতার বিজয়ীদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা সম্মাননাপত্র ও পুরস্কার তুলে দেন।

শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এণ্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র আহমেদ রেজা সিয়াম ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটের ভিডিওচিত্র তৈরির প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করে।

এর আগে সিয়াম উপজেলা ও জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে। পরবর্তীতে বিভাগীয় পর্যায়েও সে ১ম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে।

সিয়াম ইস্পাহানি টি কোম্পানির শ্রীমঙ্গলে অবস্থিত জেরিন টি এস্টেটের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা ও শ্রীমঙ্গলের বাডস মডেল স্কুল এণ্ড কলেজের শিক্ষিকা উম্মে ফাতেমার সন্তান।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ