শ্রীমঙ্গলে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ উচ্চমুল্যের অপ্রধানশস্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মসুচির আওতায় গঠিত অপ্রধানশস্য উৎপাদন দলের উপকারভোগী সদস্যদের তিনদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আজ বুধবার শেষ হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শ্রীমঙ্গল কার্যালয়ের বাস্তবায়নে বোর্ডের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার ৪০ জন উপকারভোগীকে তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণে ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আ: গাফফার খান বক্তব্য দেন এবং প্রশিক্ষনার্থীদের সাথে কথা বলেন।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন পল্লী উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় শস্য কর্মকর্তা আবু রায়হান, মৌলভীবাজারের উপ-পরিচালক রাশিদুল মামুন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসান ও হিসাবরক্ষক জাকির হাসান প্রমুখ।