বেশ কয়েকদিনের দাবদাহের পর আজ শ্রীমঙ্গলে স্বস্তির বৃষ্টি হয়েছে। তিন দফায় আজ শ্রীমঙ্গলে বৃষ্টিপাত হয়েছে ৭.৮ মিলিমিটার। এ বৃষ্টিতে জনজীবনে কিছুটা হলেও স্বস্হি ফিরে আসে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান জানান, আজ শুক্রবার দুপুর ২:১০ থেকে ২:২৫ মিনিট, সন্ধ্যা ৬ টা থেকে ৬:১৫ মিনিট এবং ৬:৫০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত তিন দফায় ৭.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে গরমের মধ্যে জনজীবনে কিছুটা হলেও স্বস্হি ফিরে আসে।
তিনি আরো জানান, আজ শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। রাত ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসের গতিবেগ ছিল ১২ নটিক্যাল মাইল অর্থাৎ ২২ কিলেমিটার। রাত ৯ টায় বাতাসের আদ্রর্তা ছিল ৯১ শতাংশ।
প্রসঙ্গত: শ্রীমঙ্গলে সর্বশেষ বৃষ্টি হয়েছিল গত ২৯ মে। বৃষ্টিপাতের পরিমান ছিল ৪ মিলিমিটার।