প্রতিটিজেলাই কোন না কোন কারনে সবার কাছে পরিচিতি পেয়ে থাকে বিশেষ ভাবে। সেই বিশেষত্বের দিক থেকে পাবনা জেলা ব্যতিক্রম। জেলার দুপাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা ও যমুনার কারনে এই জেলাটি পেয়েছে অনন্য এক শৈল্পিক সৌন্দর্য। মানুষের জীবন ও জীবিকার প্রকারান্তরেও আছে ব্যাপক প্রাগৌতিহসিকতার ছাপ। চলনে বলনে নিজস্বতা যেন এই অঞ্চলের মানুষের স্বভাব।
পাবনা জেলা ঘি, সন্দেশ , দই , প্যারডাইস সুইটস্ এর প্যারা( প্যারা একটি মিষ্টির নাম ) বেশ খ্যাতি অর্জন করেছে। যার কারণে পাবনা জেলা বিখ্যাত সারা বাংলাদেশ জুরে।
প্রকৃতিরসাথে তাল মিলিয়ে চলতে পারা এই জেলার মানুষ যেমন আতিথিয়েতায় পটু ঠিক তেমনই সব রকম পরিবেশে নিজেকে মানিয়ে নিতেও স্বাচ্ছন্দবোধ করে।
পূর্বপুরুষদেররেখে যাওয়া সকল স্মৃতীর প্রতি সম্মান প্রর্দশনে এদের কোন জুড়ি নেই। নেই পরিকল্পিত জীবনযাপনের অনিচ্ছা। সদা হাস্যোজ্বল, পরোপকারী আর সরলতায় ভরপুর এই অঞ্চলের মানুষেরা শুধু জেলা কেন্দ্রিক নয় দেশের সকল জেলাতে যে কোন পরিবেশে নিজের যোগ্যতা প্রমানে পারদর্শি।
জেনেনিন পাবনা জেলা কিসের জন্য বিখ্যাত?
এইজেলার খাবারের তালিকায় স্থান করে নেয়া কিছু খাবার সারাদেশ ব্যাপী সমাদৃত। তার মাঝে পাবনা জেলা ঘি, সন্দেশ , দই , প্যারডাইস সুইটস্ এর প্যারা(প্যারা একটি মিষ্টির নাম) বেশ খ্যাতি অর্জন করেছে।
তাঁতশিল্পেও এই জেলার বেশ অর্জন। দেশে হস্তচালিত তাঁতশিল্প মুখ থুবড়ে পড়লেও পাবনা জেলার সুজানগর উপজেলার অর্ন্তগত আতাইকুলার তাঁত শিল্প এখান টিকে আছে। যার কারনেই পাবনা জেলার চাদর, লুঙ্গি ও গামছার কদর সারাদেশব্যাপী।
পাবনাজেলাটি ৯ টি উপজেলায় বিভক্ত হলেওবোঝার উপায় নেই যে কোন উপজেলার বাসিন্দা। কথার ধাচ আর পোশাকে এই জেলার সকল উপজেলার মানুষকে একই মনে হয়। কথায় কিছুটা টান বোঝা যায় নদী উপকূলীয় মানুষের মাঝে।
পাবনাজেলার ৯ টি উপজেলা
১.আটঘরিয়াউপজেলা
২.ঈশ্বরদীউপজেলা
৩.চাটমোহরউপজেলা
৪.পাবনাসদর উপজেলা
৫.ফরিদপুরউপজেলা
৬.বেড়াউপজেলা
৭.ভাঙ্গুড়াউপজেলা
৮.সাঁথিয়াউপজেলা
৯.সুজানগরউপজেলা
পাবনা জেলার দর্শনীয় স্থান
পাবনা জেলার দর্শনীয় স্থানের ক্ষেত্রে যে গুলো উল্লেখযোগ্য তার তালিকা নিম্নে প্রদত্ত হইলো।
- হার্ডিংব্রীজ
- পাবনামানুষিক হাসপাতাল
- ঈশ্বরদী বিমানবন্দর
- ভাঁড়ারা শাহী মসজিদ
- তাড়াশ বিল্ডিং
- জোড় বাংলা মন্দির
- ক্ষেতুপাড়া জমিদার বাড়ী
- অনুকূল ঠাকুর টেম্পল(আশ্রম)
- চলনবিলের সূর্যাস্ত
- লালন শাহ সেতু
- কৃষি গবেষণা ইন্সটিটিউট
- গাজনার বিল
পাবনা আমাদের দেশের রাজশাহী বিভাগেরনান্দনিকজেলাগুলোরমাঝে একটি অঞ্চল। আয়তনের দিক থেকে এই জেলা প্রায় ২৩৭১.৫০ বর্গ কিমি। জেলাটির পশ্চিমেনাটোর জেলা, পূর্ব দিকে রয়েছে যমুনা নদী, দক্ষিণ দিকে রয়েছে পদ্মা নদী, উত্তরে সিরাজগঞ্জ জেলা।